আব্দুল মান্নান ফাউন্ডেশন

আর্তমানবতার সেবায় নিবেদিত একটি অলাভজনক ও অরাজনৈতিক প্রতিষ্ঠান।

হত-দরিদ্র মানুষকে চিকিৎসা সহায়তা প্রদান করাই আমাদের লক্ষ্য।

abdul-mannan-foundation

আচ্ছালামু আলাইকুম

“আব্দুল মান্নান ফাউন্ডেশন” এর যাত্রা শুরু ১ নভেম্বর ২০২৪ তারিখ থেকে। এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসা সহায়তা প্রদান করার জন্য। আমরা কোন স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নয়, কোন হাসপাতাল বা ক্লিনিক নই। অসহায় ও দরিদ্র মানুষকে আমরা ঠিক সেখানে নিয়ে যাবো যেখানে তার উপযুক্ত চিকিৎসা হবে। টাকার অভাবে চিকিৎসা নিতে পারছে না এমন মানুষকে আমরা চিকিৎসকের কাছে বা হাসপাতালে নিয়ে যাবো এবং যথাযথ চিকিৎসা প্রদান করার বিষয়টি নিশ্চিত করবো।

এই ফাউন্ডেশন কাউকে নগদ অর্থ প্রদান করবে না। বরং রোগের প্রকৃতি অনুযায়ী রোগীদের যেখানে প্রয়োজন, সেখানে নিয়ে গিয়ে তাদের উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করবে। ফাউন্ডেশনের একশন টিমের সদস্যরা রোগীর সাথে থেকে চিকিৎসার প্রয়োজনীয় খরচ, ডাক্তারের ভিজিট, হাসপাতালের বিল, পরীক্ষা-নিরীক্ষার খরচ, ওষুধের বিল এবং পরিবহন খরচ যথাস্থানে পরিশোধ করবে।

“আব্দুল মান্নান ফাউন্ডেশন” অসহায় দরিদ্র মানুষের চিকিৎসা সহায়তা প্রদান করার একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। কিন্তু এর অর্থের উৎস্য হচ্ছে সহৃদয় মানুষের দেয়া স্বেচ্ছায় প্রদত্ত দান। আমরা বিত্তবান মানুষের সহায়তা নিয়ে তা অসহায় মানুষের দোড়গোড়ায় পৌছে দেই।

আমরা যে সকল হত-দরিদ্র মানুষকে চিকিৎসা সহায়তা প্রদান করি, তাদের পূর্ণাঙ্গ তথ্য যে কেউ “সেবা গ্রহীতা” লিংকে ক্লিক করে দেখতে পারবেন। যারা এই প্রতিষ্ঠানের মাধ্যমে দরিদ্র মানুষের চিকিৎসা সহায়তায় অংশগ্রহন করছেন, তাদের তথ্য “দাতা তালিকা” লিংকে ক্লিক করে দেখতে পারবেন। খরচের পূর্ণাঙ্গ হিসাব-নিকাশ সবসময় আপডেট থাকবে। যে কেউ “হিসাব-নিকাশ” লিংকে ক্লিক করে এই ফাউন্ডেশনের সম্পূর্ণ আর্থিক বিবরণী দেখতে পারবেন। এই ফাউন্ডেশন পরিচালনার ক্ষেত্রে ১০০% স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়।

“আব্দুল মান্নান ফাউন্ডশন” কেবলমাত্র তাদেরকেই চিকিৎসা সহায়তা প্রদান করে যারা অসহায় ও দরিদ্র। তাই আপনার যাকাত, ফেতরা, সাধারণ দান ইত্যাদির জন্য এটি একটি আদর্শ প্লাটফরম। সকল সুহৃদয় ব্যক্তিগণকে এই ফাউন্ডেশনে মুক্ত হস্তে দান করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।

মোঃ আব্দুল মান্নান
প্রতিষ্ঠাতা ও সভাপতি
ফোন: ০১৭১৩-২১০২০৯

আব্দুল মান্নান

আমাদের লক্ষ্য ও উদ্দীপনা

লক্ষ্যঃ

“দুঃস্থ্য ও হতদরিদ্র মানুষের জন্য সুলভ ও মানসম্পন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করা, স্বাস্থ্যসেবার অধিকার সবার জন্য সহজলভ্য করা, এবং স্বাস্থ্যগত অসমতা দূর করে একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গঠন করা।”

এই ভিশন অনুসারে, আব্দুল মান্নান ফাউন্ডেশন দেশের দরিদ্র ও অবহেলিত জনগণের চিকিৎসা সেবায় সহযোগিতা করবে, যাতে তারা তাদের স্বাস্থ্যগত সমস্যা কাটিয়ে উঠতে পারে এবং একটি সুস্থ, কর্মক্ষম ও উন্নত জীবনযাপন করতে পারে।

আমাদের উদ্দীপনা:

আমরা বিশ্বাস করি, প্রতিটি মানুষ চিকিৎসা সেবার ন্যায্য অধিকার রাখে, এবং স্বাস্থ্যগত সুবিধা প্রাপ্তি তার জীবনমান উন্নয়নের মূল চাবিকাঠি। দুঃস্থ্য ও হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য মানসম্পন্ন ও সহজলভ্য চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। আমাদের প্রতিটি পদক্ষেপ পরিচালিত হয় এই মানবিক দায়িত্ববোধ ও সমবেদনা থেকে, যা আমাদের প্রতিনিয়ত উৎসাহিত করে কাজ করে যেতে।

আমাদের উদ্দীপনা হলো—একটি এমন সমাজ গঠন করা, যেখানে স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা নয়, বরং প্রতিটি মানুষের মৌলিক অধিকার।

ঠিকানা|

ধলেশ্বর, আটঘরিয়া, পাবনা

ইমেইলঃ

mannan141169@gmail.com

মোবাইল নংঃ

01737245033